Home Third Lead রূপপুরের যন্ত্রপাতি নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

রূপপুরের যন্ত্রপাতি নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মোংলা: মোংলা বন্দরে ভিড়েছে পণ্যবাহী রাশিয়ান জাহাজ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নয় মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল সেখান থেকে জাহাজ আসা।

সোমবার (১ আগস্ট) বিকেল চারটায় রাশিয়ার পতাকাবাহী এমভি কামিল্লা বন্দরের ছয় নাম্বার জেটিতে ভেড়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্টিক টন মেশিনারিজ পণ্য নিয়ে এসেছে জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসছে এসব পণ্য। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো। এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল জানান, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে ১৩ জন নাবিক রয়েছেন।

ষ২০২১ সালের ১৮ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ফেসকো আলিস।