মাঝখানে একটা মোটা কাচের দেওয়াল। পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছেন, কিন্তু শুনতে পাচ্ছেন না কেউ কারও কথা। স্পর্শও করতে পারছেন না। দু’জনেরই চোখে অপার যন্ত্রণা। কিন্তু সে যন্ত্রণায় পরস্পরের হাত রাখার উপায় নেই, কারণ করোনাভাইরাস।
আমেরিকার কির্কল্যান্ড শহরে এ ছবিটি তুলেছেন ফটোগ্রাফার। কাচের ওপারে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, তাঁর নাম জিন ক্যাম্পবেল। ৮৯ বছরের বৃদ্ধের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি তিনি। রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ওই হাসপাতালেই ইতিমধ্যেই চার জন বৃদ্ধ-বৃদ্ধা মারা গেছেন মারণ করোনাভাইরাসে।
সেই হাসপাতালেই ছেলের সঙ্গে হাসপাতালে স্বামীকে দেখতে গেছেন জিনের স্ত্রী ডরোথি, ৮৮ বছরের বৃদ্ধা । কিন্তু বিচ্ছিন্নতা পার করে তাঁকে স্পর্শ করতে পারছেন না তিনি। তাই কাচের বাইরে থেকেই স্বামীকে দু’চোখ ভরে দেখছেন তিনি। তাকিয়ে আছেন বৃদ্ধ জিনও।
বিজনেসটুডে২৪ ডেস্ক