ডি এন রাকেশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, (আগরতলা) ত্রিপুরা
ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ পরিবর্তনের পথে সরকার। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার একের পর এক অভিনব প্রয়োগে ব্যস্ত খোদ ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বিদ্যালয়ের সময়সূচী পরিবর্তন থেকে পাঠ্যপুস্তকে পরিবর্তন। সেই তালিকায় এবার নবতম সংযোজন উত্তরপত্র মূল্যায়নে পরিবর্তন। বুধবার রাতে মহাকরণে সাংবাদিক সন্মেলনে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ।
গত ২ মার্চ থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বোর্ড পরিক্ষা। এইবছর মাধ্যমিকে (দশম মান) পরিক্ষা দিচ্ছে ৫০৫৬৯ জন আর উচ্চমাধ্যমিক (দ্বাদশ মান) পরিক্ষায় বসেছে ২৭১১৩ জন।
বিগত বছর গুলিতে এই বোর্ড পরিক্ষার উত্তর পত্র মূল্যায়নের জন্য রাজ্যের প্রায় পাঁচ হাজার শিক্ষক নিয়োগ হত। কেন্দ্রীয় ভাবে আগরতলায় সেই খাতা মূল্যায়ন হতো কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। এইবছর থেকে সেই নিয়মে পরিবর্তন আনতে চলেছে নতুন বিজেপি সরকার।
সারা দেশের সাথে রাজ্যের ছাত্র ছাত্রীদের যাতে একই সময়ে বোর্ড পরিক্ষার ফলাফল ঘোষনা করা যায় তার জন্য এইবছর খাতা দেখার কাজ এগিয়ে আনছে সরকার। সেই সঙ্গে ফলাফলও ঘোষণা হবে কিছুটা আগে। গোটা প্রক্রিয়াকে সফল ভাবে শেষ করতে প্রায় ৪ হাজার শিক্ষক শিক্ষিকাকে বাছাই করা হচ্ছে দপ্তরের পক্ষ থেকে।
শিক্ষামন্ত্রীর ঘোষনা, এইবার থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ হবে রাজ্যের তিনটি জেলায়। আগরতলা ছাড়াও উত্তর জেলার কুমারঘাট ও গোমতি জেলার উদয়পুরে হবে এই মূল্যায়নের কাজ। তার জন্য বোর্ড প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এখানেই শেষ নয়। বিগত সময়ে প্রতিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকরা সাত টাকা পেতেন। এখন থেকে প্রতিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য ১০ টাকা করে দেওয়া হবে শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষকদের আসা যাওয়ার ক্ষেত্রে
এই ক্ষেত্রে বিগত দিনে গ্রীষ্মের বন্ধে এই উত্তরপত্র মূল্যায়নের কাজ করতেন শিক্ষকরা। এর জন্য সর্ব্বোচ ১০ দিনের স্ববেতন ছুটি পেতেন তারা। এই বছর সেটা হচ্ছে না।
মন্ত্রী জানান, এই বছর খাতা দেখার কাজ শুরু হবে ১৬ এপ্রিল থেকে। স্কুল খোলার দিনেই এই মূল্যায়ন কাজ চলবে। বন্ধের দিনে যদি কোন শিক্ষক খাতা দেখার কাজ করেন তার জন্য দেওয়া হবে বাড়তি ছুটির সু্যোগ। খাতা দেখার জন্য প্রতিটি শিক্ষকের আসা যাওয়ার জন্য দেওয়া হবে গাড়ি ভাড়া।
এগিয়ে আনা হচ্ছে ফলাফল ঘোষণার দিনক্ষণ
গত বছর ৬ জুন উচ্চমাধ্যমিক ও ৮ জুন মাধ্যমিকের ফল ঘোষনা করেছিল বোর্ড। এই বছর মে মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক ও জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।
একই সাথে এই বছর থেকে গ্রীশ্মকালীন ছুটি শুরু হবে ১৭ মে থেকে। শিক্ষামন্ত্রীর আবেদন, গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে এসে নতুন কিছু শুরু করতে গেলে একটু অসুবিধা থাকে। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা চাইলেন তিনি।