Home First Lead রামপালে ট্রায়াল শুরু, অক্টোবরে পুরোদমে চালু

রামপালে ট্রায়াল শুরু, অক্টোবরে পুরোদমে চালু

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসা শুরু হয়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ট্রায়াল শুরু হচ্ছে। এর জন্য কয়লা এসেছে ইন্দোনেশিয়া থেকে। দু’মাসের ট্রায়ালশেষে অক্টোবর থেকে আনুষ্ঠানিক উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।  দুই ইউনিটে ৬৬০ মেগাওয়াট করে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে।

কেন্দ্রটির মূল অবকাঠামো নির্মাণ করছে ভারতের হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (বিএইচইল)।  ২০১০ সালে ভূমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০১২ সালে শুরু হয় নির্মাণকাজ।  মোট ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার  আনোয়ারুল আজীম জানান, প্রথম দফায় ইন্দোনেশিয়া থেকে ৫৪ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা আমদানি হয়েছে। গত ২০ জুলাই ইন্দোনেশিয়ার তানজুম ক্যামফা বন্দর থেকে এই কয়লা নিয়ে আকিজ হেরিটেজ জাহাজটি ছেড়ে আসে।  ৩১ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি ভিড়ে। সেখানে ১৮ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা লাইটার করা হয়। অবশিষ্ট ৩৬ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা নাগাদ মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় জাহাজটি নোঙ্গর ফেলবে।  রাতেই কয়লা খালাস শুরু হবে। পরে তা রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে।

চট্টগ্রামের বহির্নোঙ্গরে খালাস করা কয়লাবোঝাই ৩টি লাইটার জাহাজ বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। সেখানে কয়লা নামানো শুরু হয়েছে। এ সময় মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কবির হোসেন, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামউল্লাহ, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজীম উপস্থিত ছিলেন।