Home অন্যান্য বন বাদাড়ে : শরীফ আস্-সাবের

বন বাদাড়ে : শরীফ আস্-সাবের

ড.শরীফ আস্‌-সাবের

বন বাদাড়ে
শরীফ আস্-সাবের

১.
আজকে আমি বন বাদাড়ে ঘুরবো একা,
এই শহরের যন্ত্রনা সব যাবো ভুলে।
অচিন পাখির সঙ্গে আমি সই পাতাবো,
মনের কথা বলবো তাকে প্রাণটা খুলে।

দেখবো কোথায় বনময়ুরী পুচ্ছ দোলায়,
করবো আয়েস ছাইয়ের বরণ বিকাল বেলা;
এলোমেলো হাওয়ার সাথে দিন কাটাবো,
দেখবো আমি বৃষ্টি রোদের মধুর খেলা।

নলখাগরার নরম বুকে হাত বুলাবো,
চোখ জুডাবো পদ্ম পাতার নাচন দেখে;
কাঁদার জলে মাখবো শরীর যতন করে –
বুনোহাঁসের চোখের পরে চোখটা রেখে।

ঘাসের কোলে শুয়ে আমি দেখবো আকাশ,
দেখবো আমি রঙধনুটার রূপের বাহার,
প্রজাপতির পাখায় পাখায় খুশীর ঝিলিক,
মেঘের আচঁল জড়িয়ে থাকা দূরের পাহাড়।

সেগুন গাছের নবীন পাতায় আঁকবো ছবি,
কাঁঠালচাঁপার গন্ধ নেবো বুকটা ভরে;
দীঘির জলে কাটবো সাঁতার মাছের মত,
আজকে আমি পথ হারাবো ইচ্ছা করে।

২.
কেউ যদি চাও আসতে পারো আমার সাথে,
লাগবে ভালো, থাকবে মনে সারা জনম;
ভোরের শিশির তোমার পায়ে দেবে আদর,
মধুর সুরে বলবে তোমায়, সুস্বাগতম!

ভয় কিছু নেই, বনের সবাই বন্ধু সুজন,
তোমায় শুধু প্রাণটা খুলে হাসতে হবে;
ঝিঁঝিঁর গানে যখন তোমার মন উদাসী –
বনের সোঁদা গন্ধ ভালো বাসতে হবে।