Home পণ্যবাজার ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

ছবি সংগৃহীত

হিলি সংবাদদাতা
৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুরে ভারতীয় ৬ টি ট্রাকে ৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। প্রথমম দিনে হিলি শিপিং ট্রেডার্স ও সততা বাণিজ্যালয় নামের দুই প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে। তারা ১৫০০ টন আমদানির অনুমতি পেয়েছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়।দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের বাজারের দুই আমদানি কারক প্রতিষ্ঠানকে দুই হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় ও খামার বাড়ি।

বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানির খবরে হিলি বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা কেজি দরে।

দেশের বাজারে কাঁচামরিচ সংকটের কারণে পণ্যটির দাম আকাশচুম্বি হওয়ায় আমদানির উদ্যোগ নেন ব্যবসায়ীরা। কিন্তু খামারবাড়ি থেকে আইপি না পাওয়ায় তারা কাঁচামরিচ আমদানি করতে পারছিলেন না।

ভারতের বিহার রাজ্য থেকে আমদানি করা এসব কাঁচামরিচ প্রতি মেট্রিক টনের এলসি ভেল্যু দেখানো হয়েছে ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার। তবে কাস্টমসে শুল্কায়ন হচ্ছে প্রতি মেট্রিক টন ৫০০ মার্কিন ডলারে। এর ফলে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে ব্যবসায়ীদের শুল্ক গুনতে হচ্ছে ২৮ টাকা।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান ,দেশের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার টন কাঁচামরিচ আমদানির আইপি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও খামার বাড়ি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, ‘দীর্ঘদিন পরে আজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। যেহেতু মরিচ পচনশীল দ্রব্য তাই শুল্কায়ণ শেষে এটি দ্রুত ছাড় দেয়া হচ্ছে। শনিবার বেলা ৩টা পর্যন্ত ৫ ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।