সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাখির ধাক্কায় (বার্ড হিটে) উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই উড়োজাহাজ সিলেট থেকে সকাল ৯টা ৪০ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও পরে ত্রুটি সারিয়ে বিকাল ৩টায় ফ্লাইটটি যাত্রা করে।
এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, বিমানের ওই ফ্লাইটটি সিলেটে অবতরণের সময় বার্ড হিটে ক্ষতিগ্রস্ত হয়। তবে তা নিরাপদে অবতরণ করে। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে তা মেরামত করেন।
তিনি জানান, বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট থেকে আরও ২১২ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সকাল ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ছেড়ে যায়। এই সময় যাত্রীদের বিমানবন্দরের লবিতে রেখে প্রয়োজনীয় যাত্রীসেবা দেওয়া হয়েছে।