Home First Lead চা বাগান মালিক প্রতিনিধিদলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

চা বাগান মালিক প্রতিনিধিদলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের লাগাতার ধর্মঘটের প্রেক্ষাপটে সংকট নিরসনে  বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গণভবনে এই বৈঠক শুরু হয়েছে। চা বাগান মালিকদের ১৩ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম শাহ আলম।

এদিকে, শ্রমিক ধর্মঘটে গাছের পাতা নষ্ট হয়ে গেছে গাছেই। আজ কর্মবিরতির ১৭ তম দিন। একদিন কাজ বন্ধ থাকলে দেশের ১৬৭টি চা-বাগানে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয় বলে অনুমান সংশ্লিষ্টদের। সেই হিসেবে শুক্রবার পর্যন্ত ক্ষতির পরিমান ৩২০ কোটি টাকা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছি। প্রধানমন্ত্রী অবশ্যই সবকিছু বিবেচনা করে একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবেন। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, সাধারণ চা শ্রমিকেরা সেটাই মেনে নেবেন।’

বাংলাদেশ চা ছাত্র যুব পরিষদের নেতা মোহন রবিদাস বলেন, ‘আন্দোলনরত চা শ্রমিকেরা মজুরির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা শুনতে চান। বাগান মালিকদের সঙ্গে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন, তাই প্রধানমন্ত্রীর সম্মানার্থে সভা-সমাবেশ ছাড়াই শুক্রবার ও শনিবার ধর্মঘট পালন করবেন শ্রমিকরা।’

৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন চা শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানেনি সাধারণ শ্রমিকরা। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতেও দেখা গেছে তাদের। দাবি আদায়ে গত কয়েক দিন ধরে বেশ উত্তাল ছিল চা বাগানগুলো।