মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা: শনিবার বিকেলে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও ভোলায় ছাত্রদলের নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের আ: রহিম হত্যা ও সারা দেশে গুম খুনের প্রতিবাদে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
“তেলের দাম কমাই দে নইলে গদি ছাইড়া দে” “তেলের দাম বৃদ্ধি কেনো জবাব চাই জবাব চাই” এসব স্লোগানে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহবুলুল আলম সবুজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে বক্তারা বলেন, দেশের মানুষ খুব কষ্টে আছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেশের মানুষকে বাঁচান। লোডশেডিং দৈনিক এক ঘণ্টা করার কথা বলে ক্রমাগত লোডশেডিং দেয়া হচ্ছে। ফলে ভোগান্তি হচ্ছে সারাদেশের মানুষের।
ইভিএম ভোট গ্রহণের বিষয়টি বিএনপি সমর্থন করে না মন্তব্য করে বক্তারা আরো বলেন, এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবেনা। আন্দোলন করে এ সরকারকে হঠাতে হবে। ।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম- সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।