Home First Lead কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকরা

কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মৌলভীবাজার: মজুরি বৃদ্ধির দাবি নিয়ে চা শ্রমিকদের মধ্যে বিরাজমান প্রায় দু’সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতি নিরসন হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সাথে বাগান মালিকদের বৈঠকে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণের পর শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। রবিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন তারা।

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ চা শ্রমিকেরা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন

এদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েনে। তিনি রাত আটটায় বলেন,

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, আমাদের দাবি পূরণ হয়েছে।  ‘ গোটা চা শ্রমিকজাতি তাকিয়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে। বাগান মালিকদের সাথে শনিবারের বৈঠকে তিনি মানসম্মত মজুরি নিধারণ করে দিয়েছেন তাঁর প্রতি আমরা চির কৃতজ্ঞ।’

কালিঘাট চা পঞ্চায়েত কমিটির সভাপতি অভান তাঁতি বলেন, ‘আমরা মানসম্মত মজুরি পেয়েছি। ১৭০ টাকা মজুরি ঘোষণা দেওয়ার পর এখন সবাই খুশি।’

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলতি মাসের ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেন চা শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানেননি
 সাধারণ শ্রমিকেরা। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করেন তারা।