বিজনেসটুডে২৪ ডেস্ক
আক্কেল দাঁত (Wisdom Teeth)হচ্ছে আমাদের দাঁতের পাটির একদম শেষ, চওড়া, এবং সব থেকে শক্ত দাঁত। এটি মূলত আমাদের কৈশোরের শেষ দিকে বা যৌবনের শুরুর দিকে গজায়। কারও কারও ক্ষেত্রে এটা অর্ধেক বেরিয়ে আর বেরোয় না, এবং মাড়িতে আটকে থেকে প্রচণ্ড ব্যথা দেয়। আর এর কারণে মাড়িতে ইনফেকশন হয়, দাঁতে পোকা লেগে যায় এবং একাধিক মুখের সমস্যা হয়। আক্কেল দাঁত ভীষণ যন্ত্রণাদায়ক। অনেকেই আক্কেল দাঁতের সমস্যায় জর্জরিত। কোনও কোনও ক্ষেত্রে তো দাঁত তুলেও ফেলতে হয়। আজ জেনে নিন এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত-
আক্কেল দাঁত কখন তোলা উচিত?
যদি আক্কেল দাঁত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কিংবা ভবিষ্যতে এর থেকে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তখন এটাকে তুলে ফেলা উচিত। তবে দাঁত তোলার আগে চিকিৎসকরা একাধিক বিষয় যাচাই করে নেন, যেমন এই দাঁতের কারণে কী অন্য দাঁতগুলোর সমস্যা হচ্ছে কীনা? সার্জারি করলে কী বা কেমন জটিলতা তৈরি হতে পারে, ইত্যাদি।
আক্কেল দাঁত তুলে ফেলার পর ব্যথা হলে কী করণীয় –
১) ডাক্তারের দেওয়া ওষুধের সঙ্গে মাড়িতে বরফের সেঁক দিন।
২) দাঁত তোলার পর গরম পানীয়, ফলের রস খাবেন না। ধূমপান এড়িয়ে চলবেন।
৩) সহজেই চিবিয়ে খাওয়া যায় এমন খাবার খান, যেমন মাছ, আলু ইত্যাদি। হালকা গরম খাবার খান,তবে খুব গরম খাবেন না একদমই।
৪) সার্জারির পর কদিন একদম বেশি শারীরিক কসরত করবেন না, এটা মাড়িতে ফের ব্যথা হতে পারে।
এছাড়া দাঁত তোলার পরই অনেকের মুখ বা মাড়ি ফুলে যায়, ব্যথা হয়। যদি ব্যথাটা থেকেই যায় বা ফিরে আসে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে মুখ ধুলেই সমস্যা দূর হবে।