বিশিষ্ট ব্যাংকার মো. আবদুল মান্নান গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজে যোগদান করেছেন।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর এমডি পদে অভিষিক্ত হওয়ার পর তিনি যথাক্রমে রাষ্ট্রায়ত্ত কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে সফলতার সঙ্গে দায়িত্ব পালনান্তে বিএইচবিএফসির দায়িত্বভার গ্রহণ করলেন।
আবদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মধ্য দিয়ে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা এবং সদর দপ্তরে আন্তর্জাতিক বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মো. মান্নান ১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেন। এ প্রতিষ্ঠানে তিনি যথাক্রমে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক এবং উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালের ১ নভেম্বর তিনি সোনালী ব্যাংকে ডিএমডি পদে যোগদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তি