বিজনেসটুডে২৪ ডেস্ক:
শেয়ারবাজার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিপাইন।
বিনিয়োগকারীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাশায় রেখে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ করে দেয়া, স্কুল-কলেজ বন্ধ করে দেয়া এবং বাধ্যতামুলকভাবে ঘরের ভিতর অবস্থান। কিন্তু ফিলিপাইনের আগে অন্য কোনো দেশ করোনা মোকাবিলায় শেয়ার মার্কেট বন্ধ করে নি। তবে মূল্য পতনের ফলে বিশ্বের কিছু বাজারে ট্রেডিং বন্ধ অথবা থামিয়ে রাখা হয়েছে। আনুষ্ঠানিকবাবে আর কোনো দেশ এভাবে শেয়ারবাজার বন্ধ করে নি।
ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ বলেছে, কর্মচারী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রকম ট্রেড বন্ধ থাকবে। এর কারণ হিসেবে লকডাউনের কথা উল্লেখ করেছেন ন্যাশনাল ট্রেজারার রোসালিয়া ডি লিওন।