বিজনেসটুডে২৪ প্রতিনিধি
লালমনিরহাট: হাতীবান্ধায় তিস্তা নদী থেকে জেলের বড়শিতে ধরা পড়ে ৯১ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ। এটাকে এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপরে তিস্তা ব্যারাজের উজানের সাতনাই কলোনি এলাকায় জেলে আমির হোসেনের বড়শিতে বিশাল এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা মিলে মাছটিকে ধরে উপরে নিয়ে আসেন।
জানা গেছে, নীলফামারীর ডিমলা বাইশপুকুর এলাকার মাছ ব্যবসায়ী কইলাস ও লালচান মিয়া ওই বাঘাইড় মাছটি ৯১ হাজার টাকায় কিনেন জেলে আমির হোসেনের কাছ থেকে।
মাছ ব্যবসায়ী লাল চান মিয়া বলেন, বিশাল আকৃতির বাঘাইড় মাছটি নীলফামারী জেলা শহরে বিক্রি করেছি এতে প্রায় নয় হাজার টাকা লাভ হয়েছে।
এদিকে মাছটির খবর পেয়ে বৈরী আবহাওয়ার মধ্যেও অনেকে এক নজর দেখার জন্য ডিমলায় ও নীলফামারীতে বাজারে ভিড় করেন।
স্থানীয়রা জানান, গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর আজ ৯১ কেজির ওজনে বিশাল মাছ ধরা পড়লো।