বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানী মোহাম্মদপুরের বাবর রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- নোমান (৩২) এবং তার স্ত্রী শামীমা (২৪)। এই দম্পতির বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।
পুলিশ জানিয়েছে, স্বামীর লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল, আর স্ত্রীর লাশ ছিল মেঝেতে। এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে পুলিশ ময়নাতদন্ত করতে দুটি লাশ মর্গে পাঠিয়েছে। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারী বলেন, বাসার নিরাপত্তাকর্মী রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ভেতর থেকে বাসার দরজা বন্ধ ছিল। মনে হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোহাম্মদপুর থানা সুত্রে জানা যায় , নোমান সৌদিপ্রবাসী। দুজন প্রেম করে এক বছর আগে বিয়ে করেন। পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি।
পুলিশ কর্মকর্তা বলেন, দুজনের মধ্যে নোমান ঝুলন্ত অবস্থায় এবং শামীমা মেঝেতে পড়ে ছিল। পুলিশ খবর নিয়ে জানতে পেরেছে নোমান ও শামীমার বাড়ি ভোলায়। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
ময়না তদন্তের প্রতিবেদন এবং সে সাথে পূর্ণাঙ্গ তদন্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না জানায় পুলিশ।