বিজনেসটুডে২৪ প্রতিনিধি
যশোর:সয়াবিন তেলের নতুন দাম এখনো কার্যকর হয়নি বাজারে। বিক্রেতারা নানা ছলছুতোয় অতিরিক্ত দামে বিক্রি করছেন। এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা।
গত সপ্তাহের মাঝামাঝি বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৭৮ টাকা নির্ধারণ করলেও তার প্রভাব পড়েনি যশোরের বাজারে। খোলা সয়াবিন তেল লিটারে ১৭, বোতলজাত সয়াবিন ১৪ এবং পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলে ৬৫ টাকা কমানো হয়েছে। সেই হিসেবে খোলা সয়াবিন তেলের দাম হওয়ার কথা ১৫৮, বোতলজাত এক লিটার ১৭৮ ও পাঁচ লিটার সয়াবিন ৮৮০টাকা।
কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত যশোরের বাজারে এই দামের প্রতিফলন দেখা যায়নি। এদিন খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৭২ টাকা কেজিতে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৮০ থেকে ১৮২ টাকা লিটারে বিক্রি করেন বিক্রেতারা।
বড় বাজারের মুদি দোকানি গোলাম মোস্তফা গাজী বলেন, তার মতো অনেকেই নতুন সয়াবিন তেল দোকানে তুলতে পারেনি। ফরিদুল ইসলাম বলেন, সবার দোকানেই আগের সয়াবিন মজুত আছে। এ কারণে নতুন দামে বিক্রি করতে পারছেন না।
ক্রেতা ইফফাত আরা নার্গিস বলেন, দাম কমিয়ে কী লাভ হলো যদি ক্রেতারা তার সুফল ভোগ করতে না পারে।