Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে শীতের আমেজের সাথে কুয়াশাও

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজের সাথে কুয়াশাও

মোঃসোহেল রানা, ঠাকুরগাঁও : দূর্বা ঘাসের মাথায় শিশির বিন্দু ও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। পৌষ-মাঘ দুই মাস শীতকাল হলেও আমাদের দেশে শীত শুরু হয় কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে। সে অনুযায়ী প্রকৃতির নিয়মে ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে শীতের আমেজ।
সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের কাছাকাছি এই জেলার অবস্থান। তাই দেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় শীতের প্রকোপ একটু বেশিই দেখা যায়।
গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত হালকা কুয়াশা ও শিশির বিন্দুতে ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতু চক্রের পথ পরিক্রমায় এখনো শেষ হয়নি শরতের বন্ধনা। এর মধ্যেই শীতের আমেজকে অনেকে প্রকৃতির বৈরী খেয়াল বলে মনে করছেন। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির পরেও দিনে ভ্যাপসা গরমের পাশাপাশি আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা।
মাঠে চোখ মেললেই দেখা যায় ঘাস ও ধানের কচি ডগায় জমা শিশির বিন্দু। সেই সঙ্গে অনুভূত হচ্ছে হিম হাওয়া। যেন হেমন্ত তার প্রকৃতির সবটুকু উজাড় করে বিলিয়ে দিচ্ছে। বাংলা বর্ষ পঞ্জিকা মতে এখন শরত ঋতুর শেষ পর্যায়ে। কার্তিক কড়া নাড়ছে দোরগোড়ায়। কার্তিকে শুরু হবে হেমন্তের পথ চলা। শেষ হবে অগ্রহায়ণে। হেমন্তের পরে শীতকাল আসার নিয়ম প্রকৃতিতে। কিন্তু এবার হেমন্তেই শীতের আগমন ঘটবে বলে মনে করছেন অনেকে।
সরেজমিনে দেখা যায়, সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক। দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। আর শীতের এই আবহাওয়া অনুভব করতে সড়কে হাটা চলা করছেন অনেকেই। কুয়াশায় চাদরে ঢেকে আছে রাস্তা-ঘাট।
শীত মানে অনেকের কাছে আনন্দের। আর কারও কাছে যন্ত্রণার। তবে বেশিরভাগ মানুষ শীত মৌসুমকেই পছন্দের সময় হিসেবে গণ্য করেন। তবে শীত মানে ভাপা পিঠার মধুর গন্ধ। শীত মানে সকালে মিষ্টি খেজুর রসের সঙ্গে মিতালী। শীতের সময় যতসব রুচিশীল খাবারের আয়োজন চলে গ্রাম কিংবা শহরে।
শহরের বাসষ্ট্যান্ড এলাকায় কথা হয় পথচারী আব্দুল মান্নান  এর সাথে। তিনি জানান, সারাদিন গরম থাকে কিন্তু রাতে ও ভোরে এই শীতের কারণে আবহাওয়া টা অনেক সুন্দর থাকে। আমাদের জেলায় শীত একটু বেশি।
সকালে বড় মাঠে হাটতে আসা আব্দুল্লাহ ইবনে বাসির বলেন, শীতের সকালে হাঁটতে ভালোই লাগে। তাই সকালে মাঠে ঘাশের উপর হাটছি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, হিমালয়ের কাছাকাছি জেলা আমাদের ঠাকুরগাঁও। সেই কারনেই এখানে শীতের তীব্রতা একটু বেশি। শীতের প্রকোপ বেড়ে গেলে গতবারের ন্যায় এইবারো গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন।