Home Second Lead অতিরিক্ত দামে চিনি বিক্রি, জরিমানা

অতিরিক্ত দামে চিনি বিক্রি, জরিমানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: বেগমগঞ্জে অতিরিক্ত দামে চিনি বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় এক দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ অক্টোবর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের জগন্নাথ মিল মালিককে এ অর্থদন্ড করা হয়।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে চিনি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় এক দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।