Home অন্যান্য বুলবুলের পর পবন-আমফান

বুলবুলের পর পবন-আমফান

এই মুহূর্তে বাংলাদেশ উপকূলের সবাই কাঁপছেন বুলবুল আতংকে। বুলবুলের পর আসবে ‘পবন’ ও ‘আমফান’ । ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলির আবহাওয়া ভিত্তিক আঞ্চলিক কমিটি নামকরণ করে ঝড়ের। দেশগুলো চাইলে নাম পাঠাতে পারে। সেগুলো বিবেচিত হয় বিশেষজ্ঞদের বৈঠকে। বুলবুল নামটির প্রস্তাবক পাকিস্তান। ঝড়ের তালিকায় আর মাত্র দু’টি নাম আছে। এ দু’টি হলো                ‘পবন’ ও ‘আমফান’। এরপর আবার তালিকা করতে হবে। পবন নামটির প্রস্তাবক শ্রীলংকা, আমফানের প্রস্তাবাক থাইল্যান্ড। ইতিপূর্বের সামুদ্রিক ঝড়গুলির মধ্যে পুরীতে আছড়ে পড়া ফণীর নামকরণ করেছিল বাংলাদেশ। এছাড়া, সিডর-এর প্রস্তাবক ওমান, নার্গিস-এর পাস্তিান, বিজলি-র ভারত, আয়লা’র মালদ্বীপ নামকরণ করেছিল। সামুদ্রিক ঝড়ের নামকরণ নিয়ে বিস্তর গবেষণা চলে। ২০০৪ সাল  থেকে শুরু হয় পৃথম নাম দেয়ার পালা। তার আগে সামুদ্রিক ঝড়গুলো পরিচিত হতো স্থানভিত্তিক নামে।