Home First Lead অবশেষে স্থগিত চট্টগ্রাম সিটি নির্বাচন

অবশেষে স্থগিত চট্টগ্রাম সিটি নির্বাচন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: অবশেষে স্থগিত করা হলো চট্টগ্রাম সিটি নির্বাচন। একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন ।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কমিশন সভায় এ ব্যাপারে  সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৯শে মার্চ  হওয়ার কথা ছিল চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোট বন্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। কিন্তু নির্বাচন কমিশনের মনোভাব ছিল অনেকটা অনড়।

নির্বাচন বন্ধ করার দাবিতে সোস্যাল মিডিয়াতে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকরা ছিলেন সোচ্চার।

করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্য ঝুঁকি থাকায় স্থগিত করার জন্য রিটার্নিং অফিসারকে শুক্রবার চিঠি দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থি ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী করোনাভাইরাস প্রতিরোধে অবিলম্বে নির্বাচন বন্ধ করার আ্হবান জানান।