তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে রাহাদ হাসান মুন্না: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রদিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৫১-তম জাতীয় “সমবায় দিবস” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১ ঘটিকার সময় তাহিরপুর উপজেলার গুরুত্বপুর্ণ সড়কগুলোতে বর্ণাঢ্য র্যালী শেষে ‘উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির’ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তাহিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক (কমান্ডার) রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা সংরক্ষিত আসনের (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা খানম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, আ.লীগের (দপ্তর) বিষয়ক সম্পাদক রমেন্দ্র নারয়ন বৈশাখ, আ.লীগ নেতা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।
‘এছাড়াও তাহিরপুর উপজেলার আ. লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।’