Home রাজনীতি আজ সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ

আজ সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: আজ শনিবার সিলেটে বিএনপি গণসমাবেশ। সব প্রস্তুতি শেষ। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছেছেন।

দুপুর ২টার দিকে আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান বক্তৃতা দেবেন।

সকাল সাড়ে সাতটা নাগাদ কয়েক হাজার নেতাকর্মী মাঠে অবস্থান করছেন। দলীয় নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে-স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রেখেছেন।

সিলেট বিভাগীয় সমাবেশে অতীতের সকল রেকর্ড ভাঙতে চায় দলটির নেতাকর্মীরা। বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার বিষয় জোর দেয়া হয়েছে। ধর্মঘটের কথা মাথায় রেখে নেতা কর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানের ব্যবস্থা এবং তাদের রাত্রিযাপনের জন্য নগরীর কমিউনিটি সেন্টার ও প্রবাসীদের বাড়িসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে দলটি।

মূল মঞ্চ ব্যতীত বাকি তিন পাশে যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে প্রতিটি জেলার জন্য ভিন্ন ভিন্ন ক্যাম্প তৈরি করা হয়। যারা পূর্বে চলে এসেছেন তাদের মধ্যে অনেকেই এই ক্যাম্পে অবস্থান করেন, তাদের খাওয়া-দাওয়ার জন্য মাঠের মধ্যেই রান্নার ব্যবস্থা করা হয়। যদিও আজ সকালে এই অস্থায়ী ক্যাম্পগুলো ভেঙে ফেলা হয়েছে।

ধর্মঘটের ভোগান্তির কথা চিন্তা করে তিন থেকে চারদিন পূর্বেও বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। এর পূর্বে ধর্মঘটের কারণে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুর বিভাগীয় সমাবেশে একই চিত্র দেখা গেছে।

বিএনপি নেতাদের অভিযোগ, সিলেট বিভাগীয় সমাবেশে যাতে নেতাকর্মীদের উপস্থিতি কম হয় সেজন্য সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছে ক্ষমতাসীন দল। পুলিশ পুরনো মামলা দেখিয়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আবার আটক করে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

 

এদিকে, থ্রি-হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও তিনটি গণসমাবেশ ও ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এ কর্মসূচি রয়েছে।