Home First Lead কাতারকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইকুয়েডরের

কাতারকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইকুয়েডরের

ভ্যালেন্সিয়ার জোড়া গোল

বিজনেসটুডে২৪ ডেস্ক

দোহা: কাতারকে ২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইকুয়েডর। রবিবার কাতারের আল বায়াত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দুটি দেশ।

কাতারের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল ইকুয়েডর। খেলায় সেই প্রতিফলনও চোখে পড়ল। ম্যাচে পার্থক্য গড়ে দেন তুরুস্কের ফেনেরবাখে খেলা ইকুয়েডরের স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের দুটি গোলই তাঁর। এদিন ৫-৩-২ ছকে দল সাজিয়েছিলেন কাতারের কোচ স্যাঞ্চেজ। অন্যদিকে, ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন ইকুয়েডরের কোচ আলফারো। ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে লাতিন আমেরিকার দেশটিকে এগিয়ে দেন তাদের তারকা স্ট্রাইকার ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধের ৩১ মিনিটে তিনি ফের গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচে কাতারের তুলনায় নিজেদের মধ্যে পাস বেশি খেলেছে ইকুয়েডর। বলের দখলও তাদেরই বেশি ছিল। গোলমুখী শট ইকুয়েডর মেরেছে ৩টি। অন্যদিকে, কাতার গোল লক্ষ্য করে একটিও শট মারতে পারেনি। ৬ মিনিট সংযোজিত সময় দেওয়া হয়েছিল। লড়াই করলেও কাতার ব্যবধান কমাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে ইকুয়েডর।