বিজনেসটুডে২৪ ডেস্ক
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায় ! এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। ঘরবাড়ি ভেঙে জখম হয়েছেন আরও অনেকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
জানা গেছে, রিখটার স্কেলে ৫.৬ মাত্রার তীব্র কম্পন ধরা পড়ে এদিন। সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। কয়েক সেকেন্ডের এই কম্পনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়িঘর। ঘর থেকে বেরোনোর সময়ই পাননি কেউ, রীতিমতো জীবন্ত চাপা পড়ে প্রাণ চলে যায় অন্তত ৪৪ জনের।
জানা গেছে, ভয়াবহ এই কম্পনের উৎসস্থল পশ্চিম জাভার সিয়ানজুরে শহর। কম্পনের পরেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। খালি করে দেওয়া হয় অফিস, আবাসসন, স্কুল, কলেজ।
প্রসঙ্গত, গত শুক্রবারও জোরদার ভূকম্পন হয়েছিল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। কিন্তু সেদিন কোনও ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। আজ কম্পনের মাত্রা কম হওয়া সত্ত্বেও বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ল ইন্দোনেশিয়া।