বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মাদারীপুর: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে লকডাউনের পর শিবচরের প্রায় ৭০ হাজার মানুষ প্রশাসনের কড়া নজরদাড়িতে রয়েছে। শিবচর পৌর বাজারসহ ঝূকিপূর্ন ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের ২ গ্রামের চারটিস্থানে ২৫০ জন পুলিশ মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক মনিটারিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রট।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, শিবচরের ৭০ হাজারের অধিক মানুষকে আমরা নজরদারিতে রেখেছি। এ এলাকাগুলোর মানুষদের চলাচল সীমিত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা কারো বাজার লাগলে আমরা তাদের সহায়তা করবো। শুকনো খাবার দেয়া হবে।
করোনার চরম ঝুঁকিতে থাকা শিবচর উপজেলার চারটি এলাকার মানুষ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে রেব হচ্ছেন না। রাস্তায় রাস্তায় রয়েছে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি।
আজ রবিবার ৪র্থ দিনের মতো বন্ধ রয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান, বেশিরভাগ বাজার। শুধু ঐ চার এলাকায়ই নয় করোনা আতঙ্কে আশপাশের মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। চিহিৃত এলাকা ছাড়াও আশপাশের এলাকায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা টহল দিচ্ছেন। বাজারগুলো স্বতঃস্ফুর্তভাবে জনশূন্য ।
সম্প্রতি শিবচর উপজেলায় ইতালি থেকে ৬ শ ৮৪জনসহ বিভিন্ন দেশ থেকে সাড়ে ৩ হাজার প্রবাসী এসেছেন।
চার দিন ধরে উপজেলার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
করোনাভাইরোসের ব্যাপারে বেড়েছে জনসচেতনতা। মাদারীপুরে মোট ২৯৮ জন কোয়ারেন্টাইনে আছে। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ২৯৫ জন এবং হাসপাতালের কোয়ারেন্টাইনে ৩ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছে ৫৫ জন। সদর হাসপাতালের আইসোলেশনে আছে ৩ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে রিলিজ পেয়েছেন ২৬১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।
এদিকে প্রবাসীদের আনাগোনা থাকায় মাদারীপুরে ফাস্টফুড ও চাইনিজ রেষ্টুরেন্ট বন্ধ করেছে দিয়েছে মালিকপক্ষ।
জেলার বিনোদন কেন্দ্রগুলো এখন জনশূণ্য । খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন লোকজন।