বিজনেসটুডে২৪ ডেস্ক
ছিপ দিয়ে বিশাল আকারের একটি গোল্ড ফিশ ধরে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্রিটিশ মৎস্যশিকারি। মাছটির ওজন ৩০ দশমিক ৫ কেজি। এটি বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ফিশ বলে মনে করা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ফিশ হিসেবে বর্তমানে তালিকায় যে মাছটি রয়েছে, তার ওজনের চেয়ে এটির ওজন ১৩ কেজি বেশি। গোল্ড ফিশ নামে পরিচিত এ কমলা রঙের মাছটি মূলত লেদার কার্প ও কই কার্পের একটি মিশ্র প্রজাতি। শোভা বর্ধনকারী এ মাছটি সাধারণত পুকুরে পাওয়া যায়। অনেকে ঘরের অ্যাকুয়ারিয়ামেও ছোট গোল্ড ফিশ রাখেন।
সম্প্রতি ৪২ বছর বয়সী ব্রিটিশ মাছ শিকারি অ্যান্ডি হ্যাকেট ফ্রান্সের শ্যাম্পেন এলাকার ব্লু ওয়াটার লেকে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎই তাঁর বড়শিতে ধরা পড়ে বিশাল গোল্ড ফিশটি। এর ডাক নাম দেওয়া হয়েছে ক্যারট।