Home Third Lead আঁটোসাঁটো পোশাকে বিশ্বকাপ স্টেডিয়ামে ক্রোয়েশিয়ান মডেল

আঁটোসাঁটো পোশাকে বিশ্বকাপ স্টেডিয়ামে ক্রোয়েশিয়ান মডেল

বিজনেসটুডে২৪ ডেস্ক

কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। বিশ্বকাপে ফুটবল ভক্ত-সমর্থকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে দেশটির তরফে। স্টেডিয়ামে যেমন বিয়ার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি মহিলাদের খোলামেলা পোশাক পরার ওপরও জারি হয়েছে ফতোয়া।

আয়োজকদের তরফে বলা হয়েছে, কাঁধ, হাঁটু বা বক্ষ দেখা যায়, এমন পোশাক পরা যাবে না। সেই ফতোয়া উড়িয়ে এবার আঁটোসাঁটো পোশাক পরে স্টেডিয়ামে দেখা গেল ক্রোয়েশিয়ান ইনস্টাগ্রাম মডেল ইভানা নলকে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

নল ডল নামে একটি ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করেছেন ইভানা। ছবিটি কাতারের আল বায়াত স্টেডিয়ামে মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচের দিন তোলা। ছবিতে দেখা যাচ্ছে, ক্রোয়েশিয়া ফুটবল দলের জার্সির রংয়ের পোশাক পরে পোজ দিচ্ছেন ইভানা। খোলা চুল আর আঁটোসাঁটো পোশাকে ইভানাকে লাস্যময়ী লাগছে। তাঁর এমন রূপ দেখে অনেক নেটিজেনই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে অনেকের কটাক্ষ ও আক্রমণেরও শিকার হয়েছেন তিনি।

অভিযোগ, ক্রোয়েশিয়ায় ৩০ বছর বয়সী এই মডেল কাতারের শালীনতা আইন ভঙ্গ করেছেন। এটা অপরাধ। একারণে তাঁর জরিমানা এমনকি জেলও হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইভানার সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেটিজেন লিখেছেন, ‘আপনি কাতারে আছেন, ক্রোয়েশিয়াতে নয়। আপনাকে এখানকার নিয়ম মানতে হবে।’ আরেকজন লিখেছেন, ‘এটি কাতারের সংস্কৃতির প্রতি অসম্মান।’ এখন দেশটির প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।