নেমার-মদ্রিচের লড়াই
বিজনেসটুডে২৪ ডেস্ক
একজনের বয়স ৩৭, অন্যজনের ৩০। প্রথমজনের এটা শেষ বিশ্বকাপ, দ্বিতীয়জন হয়তো আর একটা খেলবেন। কিন্তু দু’জনের মধ্যে একটা মিল আছে। দু’জনেই নিজের নিজের দলের ভরকেন্দ্র। প্রথমজন লুকা মদ্রিচ , দ্বিতীয়জন নেমার । কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ভাল করে বললে লড়াই হবে মদ্রিচ ও নেমারের। বিশ্ববাসী মুখিয়ে রয়েছে সেই লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য।
সোমবার প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে শেষ আটে চলে যায় মদ্রিচের ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয় নেমারের ব্রাজিল। তবে কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ প্রথমার্ধে যে ব্রাজিল ঝড় উঠেছিল, তা আল জানৌউব স্টেডিয়ামে ছিল না। জাপানের লড়াইয়ের ধাক্কা খেয়েছে ক্রোয়েশিয়া। যদিও ট্রাইব্রেকারে ম্যাচ যেতে ক্রোটরা।
জাপান ও দক্ষিণ কোরিয়া— এশিয়া দুই দল এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে ঝড় তুলেছিল। বড় বড় দল ধাক্কা খেয়েছে এই দুই দলের কাছে। প্রিকোয়ার্টার ফাইনালে যদিও দুই এশীয় শক্তিরই হার হয়েছে।
তবে দক্ষিণ কোরিয়ার থেকে জাপান অনেকটাই এগিয়ে থেকে শেষ করল কাতার বিশ্বকাপ। যেভাবে অভিজ্ঞ মদ্রিচদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে গেল নীল সামুরাই, তা ছিল দেখার মতো। সে তুলনায় ব্রাজিলের বিরুদ্ধে তেমন প্রতিরোধই গড়তে পারল না দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলের সঙ্গে দ্বিতীয়ার্ধে লড়াই করেও হারতে হল তাদের।
আগামী শুক্রবার ৯ ডিসেম্বর শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় খেলা শুরু হবে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে হবে নেমার-মদ্রিচ দ্বৈরথ।