Home দিল্লি ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা!

ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা!

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঘুষ  নেওয়ার সময় হাতেনাতে ভিজিল্যান্স অফিসারদের  হাতে ধরা পড়লেন ভারতের হরিয়ানা পুলিশের এক সাব ইন্সপেক্টর । আর ধরা পড়তেই অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি। সরাসরি সেই ঘুষের টাকা মুখে ঢুকিয়ে দিয়েছিলেন গিলে নেওয়ার জন্য। যদিও সঙ্গে সঙ্গে সেই পুলিশ কর্মকর্তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে তা আটকে দেয় ভিজিল্যান্স অফিসাররা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।

এই পুরো ঘটনাটির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের এমন কাণ্ডকারখানা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।

সূত্রের খবর, হরিয়ানা পুলিশে কর্মরত ওই অভিযুক্ত পুলিশের নাম মহেন্দ্র উলা। অভিযোগ, একটি মোষ চুরির মামলায় ঘুষ নিচ্ছিলেন তিনি। সেই মোষ মালিককে মহেন্দ্র উলা বলেছিলেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই এই মামলাটির তদন্ত হবে।

প্রথম দফায় পুলিশের হাতে ছয় হাজার টাকা তুলে দেন সেই মোষ মালিক। দ্বিতীয়বারে বাকি চার হাজার টাকাও দেবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মত বদলে সরাসরি ভিজিল্যান্স অফিসারদের কাছে অভিযোগ জানিয়ে দেন। এরপরই সেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। ঘুষের বাকি টাকা দেওয়ার টোপ দিয়ে মোষ মালিকের মাধ্যমে তাঁকে ডেকে আনা হয়।

এরপরই ঘুষ নেওয়ার সময় একেবারে হাতেনাতে ধরা পড়ে যান মহেন্দ্র উলা। বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিকভাবেই প্রথমে ঘাবড়ে যান ওই পুলিশ অফিসার। এরপর চাকরি খোয়া যাওয়ার ভয় পেতেই হাতে থাকা  চার হাজার টাকা নিয়ে মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করেন। যদিও দুই ভিজিল্যান্স অফিসার সঙ্গে সঙ্গে মুখে হাত ঢুকিয়ে মহেন্দ্রকে আটকে দেন। একেবারে মুখের ভিতর থেকে সেই চার হাজার টাকা ছিনিয়ে বার করেন এক ভিজিল্যান্স অফিসার।