বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বকাপ সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর পরপর দু’বার ফাইনাল খেলার স্বপ্ন ভেস্তে গিয়েছে ক্রোয়েশিয়ার । যদিও এখনও একটি ম্যাচ তাদের রয়েছে। তৃতীয় স্থানাধিকারীর ম্যাচে খেলতে হবে শনিবার। কিন্তু মেসিদের কাছে হারের পরেই এই কৌতূহল তৈরি হয়েছে, নিঃশব্দে কি তাহলে এক কিংবদন্তি সরে যাবেন এরপর?
কী করবেন লুকা মদ্রিচ ?
ম্যাচ শেষে লুসেইল স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ দালিচ জানান, তিনি চান ২০২৪ সালের ইউরো কাপে খেলুন লুকা মদ্রিচ। এই টিমকেই জার্মানিতে ইউরো কাপে খেলাতে চান দালিচ। সেইসঙ্গে এও জানিয়ে দিলেন, ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন কী করবে তিনি জানেন না। তবে তিনি কাজ চালিয়ে যেতে চান।
লুকা মদ্রিচের এখন বয়স ৩৭ বছর। দু’বছর পর যখন জার্মানিতে ইউরো হবে তখন এই মিডিওর বয়স হবে ৩৯। যদিও ৩৯ বছর বয়সে কাতারেও অনেক ফুটবলার বিশ্বকাপ খেলেছেন। ব্রাজিলের দানি আলভেস, থিয়াগো সিলভা, পর্তুগালের পেপের বয়স চল্লিশ ছুঁইছুঁই।
তার আগে ২০২৩ সালে নেশনস লিগ চ্যাম্পিয়শিপ রয়েছে। সেখানেই মদ্রিচ, পেরিসিচ, ক্রামারিচদের নিয়ে ভাল ফলের আশা করছেন ক্রোট কোচ দালিচ।
আর্জেন্টিনার কাছে হারের পর মদ্রিচদের কোচ বাস্তবটা মেনে নিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রথম ৩০ মিনিট আমাদের নিয়ন্ত্রণে খেলা থাকলেও প্রথম গোল খাওয়ার পর ছেলেরা স্নায়ুর চাপ ধরে রাখতে পারেনি। কোনও অজুহাত আমি দেব না। আমাদের ভাল দল ছিল। কিন্তু আর্জেন্টিনা আরও ভাল দল হিসেবেই ফাইনালে গিয়েছে।’
কিন্তু মদ্রিচ কী করবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।