স্বাধীনতার ৫০ বছর পার করে এসেছে বাঙালী জাতি। মহান বিজয় দিবসে এখন বাংলার কবি ভাবেন বাংলাদেশের স্বাবলম্বী হওয়ার কথা। উন্নয়নশীল জাতি গড়ার কারীগড় এখন বাঙালীকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন। বলেন জাতি গড়ার কথা। নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের কথা শেষ। এখন আর পদ্মা সেতু নির্মাণ স্বপ্নের কথা নয়, বাস্তব। অবাক বিস্ময়ে বিশ্ব দেখেছে বাংলার উন্নয়ন। তাইতো এবারের মহান বিজয় দিবস আরও বেশী উৎসবের। এ উৎসব পৌছে গেছে ঘরে ঘরে। পদ্মা সেতুর পর এসেছে মেট্রো রেল। স্বপ্ন পূরণের আনন্দে ভাসছে আজ গোটা দেশ। এরই মাঝে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবের পথ ধরেই এসেছে মহান বিজয় দিবস।
‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, আর কতোবার ভাসতে হবে রক্ত গঙ্গায়! আর কতোবার দেখতে হবে খান্ডব দাহন?’ এমন প্রশ্ন এখন আর কবি তোলেন না। বরং এখন কবি ভাবেন পাতাল রেল কবে হবে! ভাবতে হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথা। তাই কবির কবিতায় উঠে আসে ফুল ফোঁটানোর গল্প। আসে নতুন বছরের শপথ গ্রহণের প্রত্যয়। আসে স্বপ্ন এগিয়ে নেওয়ার শপথ। আজ মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান স্বাধীনতার ৫১ বছর পূর্ণ হলো আজ।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর পর টানা ৯ মাস শেষে ১৬ ডিসেম্বর বিজয় লাভের দিন আজ। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) পাকিস্তানী হানাদার বাহিনীর ৯১,৬৩৪ সদস্যর মাথা হেঁট করে আত্মসমর্পণ করার দিন আজ। বাংলাদেশ নামক দেশটির বড় বেশী গৌরব, বড় অহংকারের দিন আজ।
মহান বিজয় দিবসে সবার কাম্য হোক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শোষনহীন সমাজ ব্যবস্থা বাস্তবায়িত হোক। এগিয়ে যাক বাংলাদেশ। গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক বাঙালি। সেদিন হাতছানি দেয় বাংলাদেশকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।