‘ঈশ্বরের চরণে বিশ্রাম করছে একটা উজ্জ্বল শতবর্ষ’
বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে সর্বভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
কয়েকদিন আগেই স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুসংবাদ জানিয়ে শুক্রবার সকালে নিজেই টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘ঈশ্বরের চরণে বিশ্রাম করছে একটা উজ্জ্বল শতবর্ষ। মায়ের মধ্যে আমি সবসময় এক তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন অনুভব করেছি।’
মায়ের মৃ্ত্যুর খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী দিল্লি থেকে গুজরাটে পৌঁছেছেন।
ভারতের প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে গুজরাটের গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন হীরাবেন মোদি। মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন নরেন্দ্র মোদি। বিশেষ বিশেষ দিনে ও গুজরাট সফরের সময় মায়ের সঙ্গে দেখা করতেন তিনি।