Home আন্তর্জাতিক ভারতে করোনা লড়াইয়ে রিল্যায়ান্স পরিবার

ভারতে করোনা লড়াইয়ে রিল্যায়ান্স পরিবার

ছবি: সংগৃহীত

 

দিল্লি: ভারতে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দেশবাসীর পাশে দাঁড়িয়েছে রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিজ।

হাসপাতাল, আইসোলেশন ওয়ার্ড, ওষুধ, কোয়ারেন্টাইনের সুবিধা থেকে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, নেট পরিষেবা, ব্রডব্যান্ড—সব রকমের জরুরি সুযোগসুবিধা নিয়ে কোমর বেঁধে নেমেছে রিল্যায়ান্স ফাউন্ডেশন, রিল্যায়ান্স রিটেল, জিও, রিল্যায়ান্স লাইফ সায়েন্স-সহ গোটা রিল্যায়ান্স পরিবার। ২৪ ঘণ্টা দেশবাসীকে পরিষেবা দিতে প্রস্তুত রিল্যায়ান্স পরিবারের ছ’লক্ষ কর্মী-সদস্যেরা। ভারতবাসীর জন্য রিল্যায়ান্স পরিবার যেসব সুবিধা নিয়ে এসেছে সেগুলো হল:

মুকেশ আম্বানি

রিল্যায়ান্স ফাউন্ডেশন এবং আরআইএল হাসপাতাল

রিল্যায়ান্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানির উদ্যোগ ও তত্ত্বাবধানে হাসপাতাল, আইসোলেশন ওয়ার্ড, স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আনা হয়েছে।

১) কোভিড-১৯ হাসপাতাল- মাত্র দু’সপ্তাহের মধ্যে চমক দেখিয়েছে রিল্যায়ান্স ফাউন্ডেশন। বৃহন্মুম্বই কর্পোরেশন ও স্যর এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালের যৌথ উদ্যোগে মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে নতুন ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য হাসপাতালে তৈরি করা হয়েছে ‘নেগেটিভ প্রেসার রুম’ । সবরকমের আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে হাসপাতালে যেমন পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভেন্টিলেটর, পেসমেকার, ডায়ালিসিস মেশিন ও রোগীদের পর্যবেক্ষণে রাখার জন্য মনিটরিং ডিভাইস।

২) স্যর এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতাল-আধুনিক সুবিধাযুক্ত কোয়ারেন্টাইন বেডের ব্যবস্থা রয়েছে আন্তর্জাতিক মানের এই হাসপাতালে। বিদেশি পর্যটক বা বিদেশ-ফেরত ভারতীয়দের কোয়ারেন্টাইনে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে। আইসোলেশন বেড এবং আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

৩) শহরে শহরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে খাবার ও প্রয়োজনীয় জিনিসের যোগান দেওয়ার আয়োজন করেছে রিল্যায়ান্স ফাউন্ডেশন।

৪) মহারাষ্ট্রের লোধিভালিতে আইসোলেশন সেন্টার তৈরি করেছে রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওই সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকদের।

৫) কোভিড-১৯ টেস্ট ও ল্যাবরেটরির টেস্টের বিশেষ ব্যবস্থা করেছে রিল্যায়ান্স লাইফ সায়েন্স। অভিজ্ঞ ডাক্তার ও বিজ্ঞানীরা সেখানে দিনরাত পরিশ্রম করছেন।

৬) স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় এক লক্ষ ফেস-মাস্ক, বিশেষ স্যুট, সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করেছে আরআইএল।

৭)মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে এককালী পাঁচ কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে রিল্যায়ান্স পরিবারের তরফে।

লকডাউনের এই পরিস্থিতিতেও দেশবাসীকে সবরকম সুবিধা দিতে আসরে নেমেছে রিল্যায়ান্স জিও। মাইক্রোসফট টিমের সঙ্গে হাত মিলিয়ে হেল্পডেস্ক-সহ আরও একগুচ্ছ পরিষেবা এনেছে তারা।

জিও হেলথ কেয়ার

১) বাড়িতে বসেই জরুরি মেডিক্যাল চেকআপ সেরে ফেলার জন্য জিও এনেছে সিম্পটম চেকার। প্রতি মুহূর্তে রিয়েল টাইম ডেটা দেবে তারা।

২) করোনাভাইরাস নিয়ে যাবতীয় তথ্য জানতে এবং যে কোনও জরুরি পরিষেবার জন্য জিও-র নতুন হোয়্যাটসঅ্যাপ চ্যাটবট ‘MyGov Corona Helpdesk’।

৩) বাড়ি বসেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য সুবিধা এনেছে জিও। তাছাড়া জিও অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক হেলথ রেকর্ডের ডেটাও পাঠানো যাবে ডাক্তার বা বিশেষজ্ঞদের কাছে।

ওয়ার্ক ফর্ম হোম

বাড়িতেই নিরাপদে থাকার  নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই জটিল সময়েও যাতে পড়াশোনা বা অফিসের কাজকর্মে ব্যাঘাত না ঘটে তার জন্যও সুবিধা এনেছে জিও।

১) ছাত্রছাত্রীদের জন্য ভিডিও কলিংয়েই হবে সিলেবাসের সেশন। যাবতীয় নোটস ও ভিডিও স্টোর করা যাবে ফ্রি-তেই।

২) অফিস কর্মী ও ব্যবসায়ীদের জন্য ফ্রি ভিডিও ও অডিও কলিংয়ের সুবিধা আছে। সেখানে ভিডিও, স্ক্রিন শেয়ার, ডকুমেন্ট শেয়ার করা যাবে।

৩) নেট পরিষেবায় গতি আনতে ফ্রি-তে বেসিক জিওফাইবার ব্রডব্যান্ডের (10 Mbps) সুবিধা দিচ্ছে জিও।

জরুরি পরিষেবায় বিনামূল্য জ্বালানি

শুধুমাত্র কোভিড-১৯ সংক্রামিত রোগী ও তাদের পরিবারের জন্যই মিলবে এই সুবিধা। আপৎকালীন অবস্থায় আইসোলেশ ওয়ার্ড বা কোয়ারেন্টাইনে দ্রুত নিয়ে যাওয়ার জন্য এমার্জেন্সি সার্ভিস ভেহিকল ও বিনামূল্যে জ্বালানি দেওয়ার ব্যবস্থা করবে রিল্যায়ান্স।

রিল্যায়ান্স রিটেল

দেশজুড়ে রিল্যায়ান্সের ৭৩৬টি স্টোর রয়েছে। কাঁচা আনাজ, দুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিস পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হয়েছে রিল্যায়ান্সের প্রতিটা স্টোরে। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে প্রতিটা স্টোর। প্রতিটা স্টরো স্যানিটাইজ করা। কর্মীরাও মাস্ক ও অন্যান্য বিশেষ ব্যবস্থা রাখবেন। রিল্যায়ান্স স্টোরগুলিতে ফেস-মাস্ক, স্যানিটাইজারও পাওয়া যাবে।

বিজনেসটুডে২৪ ডেস্ক