বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনার বিস্তার রোধে কাল বুধবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটও বন্ধ হয়ে যাচ্ছে।
পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেবিচক।
বেবিচক সুত্রে জানা যায়, চারটি দেশ ও অঞ্চল ছাড়া বাকি সব দেশের ফ্লাইট আসা বন্ধ রয়েছে আগে থেকেই। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক (ড্রাগন এয়ার) ২৮ মার্চ থেকে আর আসবে না। আর থাইল্যান্ডের ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের যে ফ্লাইটটি আসছিল, সেটিও বুধবার থেকে আসবে না।
আন্তর্জাতিক রুটে কেবল যুক্তরাজ্য ও চীনের ফ্লাইট আসবে দেশে।
কক্সবাজার, যশোর, বরিশাল, সৈয়দপুর এবং রাজশাহী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, রিজেন্ট ও ইউএস বাংলা যাত্রী পরিবহন করে থাকে।
করোনার কারণে এর আগে বিমান অভ্যন্তরীণ রুটে সিলেট বাদে তাদের সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়।
গত রবিবার থেকে থেকে তিন মাসের জন্য নিজেদের সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয় রিজেন্ট এয়ারওয়েজ।