বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রবাসীরা ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সর্বোচ্চ ১৯৬ কোটি ৭২ লাখ ডলার পাঠায়। সর্বশেষ ডিসেম্বর মাসে দেশটি থেকে ডলার আসে ৪২ কোটি ৮২ লাখ ডলার।
আলোচ্য সময়ে সৌদির প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১৯০ কোটি ৯১ লাখ ডলার। দেশটি থেকে গত মাসে রেমিট্যান্স আসে ৩০ কোটি ৬৩ লাখ ডলার। এর মাধ্যমে ছয় মাসে রেমিট্যান্স পাঠানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটির প্রবাসীরা।