Home First Lead বিএসএএ: এবারে ইলেকশন না সিলেকশন?

বিএসএএ: এবারে ইলেকশন না সিলেকশন?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচন আগামী ২ এপ্রিল। মাঝখানে আড়াইমাসের বেশি। তারপরও সিডিউল ঘোষণার পর থেকে নির্বাচন নিয়ে শিপিং সার্কেলে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।  কেউ কেউ মনে করছেন যে আর ইলেকশন নয়, সিলেকশনে যোগ্য  ও দক্ষদের এসোসিয়েশন নেতৃত্বে বসানো প্রয়োজন।

বিএসএএ’র চলমান মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৪ এপ্রিল।সংগঠনটির ইতিহাসে এটাই ছিল সবচেয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।  কয়েক মেয়াদ আগেও শিপিং এজেন্ট এসোসিয়েশনের নেতাদের নির্বাচন করা হতো সমঝোতার ভিত্তিতে সিলেকশনে। এতে এমন সব শিপিং ব্যক্তিত্বদের নেয়া হতো যাদের প্রত্যেকে ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। এসোসিয়েশনের সব সভায় উপস্থিত থেকে তাদের প্রায় সবাই সদস্যদের সেই প্রত্যাশা কম-বেশি পূরণ করতে পেরেছেন।

শিপিং সংশ্লিষ্টরা জানান, চলমান মেয়াদের জন্য নির্বাচিতরা সেভাবে পারেননি তেমনও না। তবে তা প্রত্যাশা থেকে দূরে। প্রধানত চেয়ারম্যান, সিনিয়র ভাইস-চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানসহ কয়েকজন পরিচালক বিএসএএ’র সামগ্রিক কার্যক্রম নিয়ে সর্বোচ্চ তৎপর থাকলেও অন্য পরিচালকদের অনেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেননি, রাখার চেষ্টাও করেননি বলে অভিমত শিপিং সংশ্লিষ্টদের।  এমন কি এসোসিয়েশনের নিয়মিত সভাসমূহে উপস্থিতিতেও তাদের অনীহা পরিলক্ষিত হয়েছে। এই নিয়ে শিপিং সার্কেলে রয়েছে অসন্তোষ। এই খাত সংশ্লিষ্টদের অনেক সমস্যাই কোন সমাধান হয়নি। অথচ, প্রত্যেক পরিচালকের নেতৃত্বে রয়েছে একেকটি উপ-কমিটি। কমিটির দায়িত্ব সমস্যাগুলো সমাধানে কার্যকর তৎপরতা চালানো। এসব প্রেক্ষাপটে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের বিষয়টি নিয়ে ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে। তারা মনে করেন যে এমন সব শিপিং ব্যক্তিত্বদের বিএসএএ বোর্ডে আনা প্রয়োজন যাদের শুধু চট্টগ্রামে নয়, রাজধানীতেও উচ্চ পর্যায়ে ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে।

বিগত দু’টি নির্বাচন বিবেচনায় শিপিং সার্কেলে প্রধানত দু’টি গ্রুপ। একটি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বাধীন। অপরটি  চৌধুরী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহেদ সরওয়ার-এর নেতৃত্বাধীন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সরাসরি ইলেকশনের পরিবর্তে সিলেকশনে বোর্ড গঠনের বিষয়টি নিয়ে উভয় গ্রুপের মধ্যে প্রাথমিক যোগাযোগ হয়েছে। সাধারণ সদস্যদের একজন এই যোগাযোগ রক্ষা করছেন। এভাবে যাতে বিশেষ কয়েকজনকে বাছাই করে নিয়ে এসে যোগ্যপদে বসানো যায় সে লক্ষ্যে সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান পদ বৃদ্ধি করা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।  এতদিন ১ জন সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ১ জন ভাইস-চেয়ারম্যানের পদ ছিল। আগামী মেয়াদে এই দুই পদের প্রত্যেকটিতে দুজন করে নির্বাচিত হবেন।

বিগত নির্বাচনে ২৪ পরিচালক পদের মধ্যে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬টির মধ্যে ১৪ টিতে এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদের সব ক’টিতে বিজয়ী হয়। অপরদিকে, শাহেদ সরওয়ার গ্রুপ থেকে বিজয়ী হন তিনি নিজে এবং মোহাম্মদ আবদুল্লাহ জহির। তবে, আগের মেয়াদের নির্বাচনে গ্রুপটি জিতেছিল। তখন এমজিএইচ গ্রুপের ভোটাররা ছিলেন এই গ্রুপে। বিগত নির্বাচনে সৈয়দ ইকবাল আলীর নেতৃত্বে এই গ্রুপের ভোটাররা সম্মিলিত পরিষদে যোগ দেন।

সাবেক বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস এসোসিয়েশন ( বিএমএসএ ) চেয়ারম্যান তারেক কামালকে চেয়ারম্যান এবং কাজী নাজমুল হুদা ও হারুনুর রশিদ ভুঁইয়াকে সদস্য করে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। মনোনয়ন ফরম বিক্রি হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। তা পেশের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি।