হোয়াটসঅ্যাপ প্রায়ই কোনও না কোনও নতুন ফিচার নিয়ে আসে । এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটিতে ব্যবহারকারীরা সেরা অভিজ্ঞতা লাভ করে সেদিকে নজর রাখে মেটা। এবার ফের একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করে দিল তারা। হোয়াটসঅ্যাপের ক্যামেরা মোড নিয়ে কাজ করছেন ডেভলপাররা। ব্যবহারকারীরা যাতে সহজেই ভিডিও রেকর্ডিং করতে পারেন, সেই ফিচার আসতে চলছে হোয়াটসঅ্যাপে।
সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নতুন এই আপডেটে ব্যবহারকারীরা ক্যামেরা ও ভিডিও মোড সহজেই পাল্টাতে (সুইচ) পারবেন।
এখন জেনে নেওয়া যাক সুইচ ক্যামেরা মোড ফিচার সম্পর্কে—
বর্তমানে আপনি যদি আপনার কোনও বন্ধু বা পরিচিতকে লাইভ ভিডিও রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপে পাঠাতে চান তো আপনাকে প্রথমে ক্যামেরা মোডে যেতে হয়। সেখানে ক্যামেরা আইকনকে কিছুক্ষণ টিপে রাখার পর ভিডিও করা যায়। এতে সমস্যা হল তাড়াতাড়ি ভিডিও করে পাঠানো যায় না। অনেক ব্যবহারকারীই এই সমস্যার সম্মুখীন হন।
নতুন আপডেটে দাবি করা হচ্ছে এই সমস্যা আর থাকবে না। আপডেটে ক্যামেরা ও ভিডিও দু’টি আলাদা অপশন থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের অপশন বেছে নিতে পারবেন।
এছাড়াও আরও বেশকিছু নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। মেটার উদ্দেশ্য হল, হোয়াটসঅ্যাপ ব্যবহারকে যতটা সম্ভব সহজ করে তোলা। যাতে ব্যবহারকারীরা যা চাইছে তা খুব সময়ের মধ্যে করে ফেলতে পারেন।