বিজনেসটুডে২৪ ডেস্ক
ইরানে কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের এক সামরিক কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রবিবার(২৯ জানুয়ারি) তেহরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।
ইরানে কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের এক সামরিক কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
ইসফাহান প্রশাসনিক বিভাগের নিরাপত্তা উপপ্রধান মোহাম্মদ রেজা জান-নেসারি দেশটির আধা সরকারি ফার্স নিউজ এজেন্সিকে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সামরিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০ টায় এ হামলা চালানো হয়েছে। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বেশকিছু স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
তবে গার্ডিয়ানের পক্ষ থেকে এসব রিপোর্টের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন হামলাকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন।