Home First Lead রুপপুরের যন্ত্রপাতি নিয়ে আসলো আরও দু’টি জাহাজ

রুপপুরের যন্ত্রপাতি নিয়ে আসলো আরও দু’টি জাহাজ

মোংলায় রুপপুরের যন্ত্রপাতি নিয়ে আসা জাহাজ আনকা সান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বাগেরহাট: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং নবরষ্ট্রি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি দুটি জাহাজ। রবিবার বিকেলে ‘এমভি আনকা সান’ এবং এমভি স্পোডিল্লা’ জাহাজ বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে ভিড়েছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটি পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১৪০০ দশমিক ৪২ টন মেশিনারি পণ্য এসেছে। এ ছাড়া একই দিনে অপর আরেকটি জাহাজ লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’ জাহাজে এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ টন মেশিনারি পণ্য। সেগুলো দুই দিনের মধ্যে খালাস করে সড়কপথে পৌঁছে দেওয়া হবে রূপপুরের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার জানান, সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এই বন্দরে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধার ফলে বিদেশিরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।