বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (৭৯) মারা গেছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি মারা যান।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন, একটি বিরল রোগ যা শরীর জুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। অ্যামাইলয়েড প্রোটিনের কারণে মানব শরীরের অঙ্গ এবং টিস্যুগুলি সঠিকভাবে কাজ করতে পারে না।
গত বছরের ১০ জুন মোশারফের পরিবার ট্যুইটারে বিবৃতি জারি করে জানায় যে পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক এমন একটি পর্যায়ে রয়েছেন, যেখান থেকে সুস্থ হওয়া অসম্ভব। তাঁর অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দিচ্ছে।
১৯৯৯ সালে সফল সামরিক অভ্যুত্থানের পর মোশারফ পাকিস্তানের ক্ষমতায় বসেন। তিনি ছিলেন পাকিস্তানের দশম রাষ্ট্রপতি। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (CJCSC) দশম চেয়ারম্যান এবং ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম শীর্ষ জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মোশারফ।