বিজনেসটুডে২৪ প্রতিনিধি
আগরতলা (ত্রিপুরা ): আজ, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভারতের ত্রিপুরায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন । উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ৬০টি। একদফাতেই ভোট হবে। সেহেতু ওই রাজ্যের প্রতিটি বুথে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর রয়েছে কমিশন।
এ ব্যাপারে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোট ৩,৩৩৭টি বুথে হবে ভোটগ্রহণ। সেই অনুযায়ী ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে সে রাজ্যে। এর পাশাপাশি আরও ১৬টি রাজ্য থেকে পুলিশকর্মীও আনা হয়েছে। এছাড়াও বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র বাহিনী।
এবারের ভোটে ত্রিপুরায় নিজেদের মসনদ ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। ৬০ টির মধ্যে ৫৫টি-তেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। পাঁচটি আসন ছেড়েছে জোটসঙ্গী আইপিএফটি-কে। অন্যদিকে, রাজ্যপাট ফিরে পেতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে সিপিএম’ও। তাই বাংলার পর ত্রিপুরাতেও এবার তাঁরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে।
দেখা গেছে, জোটের তরফে সিপিএম ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রার্থী রয়েছে ১৩টিতে এবং বাকি চারটি আসনে দাঁড়িয়েছে অন্যান্য বাম দলের প্রার্থীরা। অন্যদিকে, এবারই প্রথম ত্রিপুরা বিধানসভা ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছে তৃণমূলও। ২৮টি কেন্দ্রে লড়ছে তারা। রয়েছে তিপ্রা মথাও। মোট ৪২টি আসনে ভোটের লড়াইয়ে নামবে দলটি।
২০১৮ সালে বামেদের ক্ষমতা থেকে সরিয়ে ত্রিপুরায় জয়লাভ করেছিল বিজেপি। ৩৬টি আসনে জিতেছিল পদ্মশিবির, আইপিএফটি জয়লাভ করে ৮টি আসনে। অন্যদিকে ১৬টি আসনে জিতে দ্বিতীয় স্থানে নেমে আসে বামেরা। ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব। যদিও মাসখানেক আগে তিনি নিজের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এবারের ভোটে কী হবে, তা জানা যাবে আগামী ২ মার্চ।