বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের টাটা গোষ্ঠীর পরিচালিত বিমান সংস্থা-এয়ার ইন্ডিয়া ফ্রান্স ও আমেরিকার সঙ্গে কয়েক হাজার কোটি টাকার চুক্তি করেছে। ফ্রান্স থেকে আসছে এয়ারবাস, আমেরিকা থেকে আসছে বোয়িং বিমান। ৪৭০টি এয়ারক্রাফ্ট কেনার চুক্তি পাকা হয়েছে। এবার জানা যাচ্ছে, আরও ৩৭০টি বিমান কিনতে পারে রতন টাটার সংস্থা।
তারা এয়ারবাসের কাছ থেকে ২৫০ টি এবং বোয়িংয়ের কাছ থেকে ২২০ টি বিমান কিনতে চলেছে। আর এই চুক্তিকে কার্যত ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে। আরও ৩৭০টি বিমান কেনার চুক্তি পাকা হচ্ছে। ফলে ইয়ার ইন্ডিয়ার কাছে মোট ৮৪০ টি বিমান কেনার সুযোগ থাকছে। আগামী ১০ বছরে এই বিমানগুলি কিনতে পারবে এয়ার ইন্ডিয়া।
বোয়িংয়ের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে ১৯০ টি B737Max, ২০ টি B787 এবং ১০ টি B777 কিনছে এয়ার ইন্ডিয়া। এছাড়াও ইঞ্জিন মেরামতির জন্যে দীর্ঘমেয়াদী একটি চুক্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। রোলস রয়েস এবং জি এয়ারস্পেসের সঙ্গেও এয়ার ইন্ডিয়া একটি চুক্তি করেছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কবে থেকে এই বিমানগুলি ভারতে আসবে তা এখনও এয়ার ইন্ডিয়ার তরফে স্পষ্ট ভাবে জানানো হয়নি। অন্যদিকে, ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা একদিকে যেমন ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে, অন্যদিকে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলে রতন টাটার সংস্থার দাবি। এ বছরের শেষ থেকেই দফায় দফায় এয়ারবাসের থেকে বিমান আসতে শুরু করবে ভারতে