সাড়ে ১৩ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ বিপুলপরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি) সদস্যরা। এ সময় বিজিবি ও চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মিয়ানমার হতে চোরাইপথে আনা আমদানিনিষিদ্ধ ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪৫০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করে।
টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের
সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। সূত্রের মাধ্যমে জানা যায়, উক্ত আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটগুলো কুখ্যাত সন্ত্রাসী নবী হোসেন এবং তার দলের সদস্যরা বাংলাদেশে এনেছিল।
উদ্ধারকৃত বিদেশি সিগারেট ও সন্ত্রাসী নবী হোসেনসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্তব্যে নিয়োজিত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ, সরকারি কাজে বাধা প্রদান এবং মিয়ানমার হতে চোরাইপথে আমদানিনিষিদ্ধ সিগারেট পাচারের দায়ে টেকনাফ মডেল থানায় বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বিজিবির ওই কর্মকর্তা।