বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: নগর পাল্টে গেছে উন্নয়নে। বেড়েছে নগর সৌন্দর্য। তবে নগরীর এ সৌন্দর্য ম্লান করে দিচ্ছে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে তারের জঞ্জাল। বিদ্যুতের খুঁটিতে একাধারে ইন্টারনেট, ডিশলাইন, ব্রডব্যান্ড লাইন ও ল্যান্ডফোনলাইনসহ বিভিন্ন লাইনের সংযোগের কারণে তারের কুন্ডলি সবখানে।
নগর জুড়েই একই অবস্থা। এতে ঝুঁকিও যেমন রয়েছে, তেমনি নগর সৌন্দর্যও ম্লান করছে এসব তারের জঞ্জাল। রাজশাহীতে তারের বোঝা বিদ্যুতের খুঁটিজুড়ে। বিদ্যুতের খুঁটিগুলো অনেকটাই তারে খেয়েছে। তারে ঢাকা পড়েছে খুঁটিগুলো। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। সর্টসার্কিটে অগ্নিকান্ডের ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতবিহীন থাকার ঘটনা ঘটে প্রায়ই।
রাজশাহী নগরীর সাহেববাজার, জিরোপয়েন্ট, আলুপট্টি মোড়, রানীবাজার, লক্ষ্মীপুর মোড়, কোর্ট চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকার মোড়গুলোর প্রতিটি বিদ্যুৎ ও ল্যান্ডফোন লাইনের খুঁটিই তারের জটলায় পরিপুর্ণ। এই তারগুলোর বড় অংশ ডিস লাইন ও ইন্টারনেটের। কোন কোম্পানির তার কিভাবে পেঁচানো রয়েছে তা বোঝারও উপায় নেই।
জানা গেছে, বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিশের তারের জটলা সবচেয়ে বেশি। পাশাপাশি ইন্টারনেট ও টেলিপেফানের লাইনও রয়েছে এসব এসব খুঁটিতে। প্রধান সড়ক কিংবা অলিগলি সব জায়গাতে তারের জটলা চোখে পড়ে। আবার ডিশ লাইনের বক্সের ভেতরে দেখা যায় পাখির বাসা। এসব বাসাতে প্রায় সর্ট সাকির্টে আগুন লাগে। দীর্ঘদিন ধরে এমন তারের জঞ্জাল থাকলেও সংশ্লিষ্ট কর্তুপক্ষের কোনো নজর নেই।
নাম প্রকাশ না করার শর্তে নেসকোর এক প্রকৌশলী জানান, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ডিশ লাইনের সংযোগ দেয়া সম্পূর্ণ অবৈধ। কারণ খুঁটির সঙ্গে সরকারি বিদ্যুতের তার ছাড়া অন্য কোনো তারের সংযোগ দেয়া যাবে না। যারা ডিশ লাইনের ব্যবসা করছেন তারা নিজের ইচ্ছাতে বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিশ লাইনের সংযোগ দিচ্ছেন।
ডিশ সংযোগকারীদের নিষেধ করা হলেও তারা কোনো তোয়াক্কা করে না। তারগুলোর কারণে মাঝে মধ্যেই সর্টসার্কিট হচ্ছে। অনেক সময় ট্রান্সফরমারের সঙ্গে লেগে ট্রান্সফরমারে আগুন ধরছে, সেটি আশপাশের বাড়ি বা দোকানে ছড়িয়ে পড়ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে সরাতে বারবার তাগিদা দেয়া হয়। এরপরও তারের জঞ্জাল সরানো যাচ্ছে না।