Home Third Lead ডা. জাফরুল্লাহর অবস্থা ‘ক্রিটিক্যাল’

ডা. জাফরুল্লাহর অবস্থা ‘ক্রিটিক্যাল’

ডা. জাফরুল্লাহ

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ‘ক্রিটিক্যাল’। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (৮ এপ্রিল) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই চিকিৎসক বলেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা ভালো না। তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তবে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। আমরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

এর আগে ৭ এপ্রিল বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাফরুল্লাহ চৌধুরীর হাসপাতালে ভর্তির তথ্য জানান।