গত ২৬ মার্চ ২০২০ তারিখে তৈরি পোশাক কারখানা বন্ধ করার বিষয়ে প্রচারিত এবং
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কারখানা বন্ধ বা খোলা রাখার
বিষয়ে বিজিএমইএ-র অবস্থান নিম্নরূপ।
যে সকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল রয়েছে এবং
করোনাভাইরাস প্রতিরোধে জরুরী অপরিহার্য পণ্য যেমন : পিপিই, মার্কস ,
হ্যান্ডওয়াস, ঔষধপত্র উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে , সে সব কলকারখানার
মালিকদেরকে শ্রমিকদের প্রয়োজনীয় সুস্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্হা নিশ্চিত করা
সাপেক্ষে প্রয়োজনবোধে কলকারখানা চালু রাখতে পারবে। এ বিষয়ে বিজিএমইএ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিচ্ছে।
সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।