Home আগরতলা করোনা: ভারতে এবার টাটার ১৫০০ কোটি টাকা

করোনা: ভারতে এবার টাটার ১৫০০ কোটি টাকা

রতন টাটা

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতে করোনা হারানোর লড়াইয়ে একের পর এক শিল্পগোষ্ঠি শামিল হচ্ছে। রিলায়ান্সের পর এবার এগিয়ে আসলো টাটা। করানাকে পরাস্ত করতে তারা দিচ্ছে ১৫০০ কোটি টাকা। 

আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা পরিকাঠামো এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই টাকা খরচ করা হবে।

টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা ট্যুইট করে জানিয়েছেন, করোনা মোকাবিলায় টাটা ট্রাস্ট ৫০০ কোটি টাকা দেবে৷ টাটা সন্স-এর পক্ষ থেকে আরও ১ হাজার কোটি টাকা দেয়া হচ্ছে৷ সব মিলিয়ে টাটাদের থেকে মোট দেড় হাজার কোটি টাকা সাহায্য৷ জনস্বাস্থ্যে জরুরি অবস্থায় সরকারের সঙ্গে একযোগে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ টাটা সন্স, টাটা ট্রাস্ট ও টাটা গ্রুপ৷

ট্যুইটারে তিনি লেখেন, ‘‘মানবজাতি হিসাবে এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সঙ্কট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহূর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’’ একটি বিবৃতিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যে জরুরি অবস্থায় সরকারের সঙ্গে একযোগে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ টাটা সন্স, টাটা ট্রাস্ট ও টাটা গ্রুপ।

পাঁচটি খাতে  ৫০০ কোটি টাকা খরচ করা হবে, সেগুলো হল: ক) সামনে থেকে আক্রান্তদের সেবা করছেন যে স্বাস্থ্যকর্মীরা, তাঁদের নিরাপত্তার সরঞ্জাম ক্রয়, খ)আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাঁদের শ্বাসযন্ত্র পরীক্ষার সরঞ্জাম ক্রয়, গ) আরও বেশি করে ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম কেনা, ঘ) আক্রান্তদের জন্য উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা এবং ঙ) এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করা।