Home চট্টগ্রাম সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিন: সুজন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিন: সুজন

গণপ্রচারণায় চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দানের আহবান জানালেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে আজ মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩ইং) বিকেলে চট্টগ্রাম মহানগর ১৪ দল আয়োজিত গণপ্রচারনায় ভোটারদের প্রতি উক্ত আহবান জানান তিনি।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় একের পর এক বৃহৎ উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলছেন। বঙ্গবন্ধু শিল্পনগর, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল, আউটার সিটি রিং রোড, কোরিয়ান ইপিজেড, চায়না ও মহেশখালী ইকোনমিক জোন, মহেশখালীতে এলএনজি টার্মিনাল ও গভীর সমুদ্রবন্দর, মহেশখালী ও বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ প্রকল্প, নগরীতে ফ্লাইওভার নির্মাণ, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, পানি শোধনাগার প্রকল্প, লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বন্দর বে-টার্মিনাল প্রকল্পসহ আরো অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরীর গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে তাতে কোন সন্দেহ নেই। চট্টগ্রাম শহরের গুরুত্ব সিঙ্গাপুরের সমপর্যায়ের হবে বলেও মত প্রকাশ করেন তিনি। তাই দেশের সামগ্রিক উন্নয়নসহ চট্টগ্রামের উন্নয়নে আগামী ৩০ জুলাই’র উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দানের জন্য ভোটারদের প্রতি সবিনয় অনুরোধ জানান তিনি।

চট্টগ্রাম মহানগর ১৪ দল সমন্বয়ক খোরশেদ আলম সুজন নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিকেল থেকে সন্ধ্যা অবধি নগরীর ঝাউতলা বাজার, আংশিক শোলকবহর, একেখানসহ আশেপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং সাধারন ভোটারদের সাথে মতবিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য গাজী আলমগীর কবির, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, গণআজাদী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, প্রবীর দাশ, আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ মহিউদ্দিন, অংকন শীল, আলামিন হোসাইন প্রমূখ।