বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে, লেনদেনও কমেছে। আগের দিনের তুলনায় ২৪ শতাংশ কমেছে লেনদেন।
এর আগে কম লেনদেন হয়েছিল চলতি বছরের জুন মাসের ১৮ তারিখ। সেদিন লেনদেন ছিল ৪১৮ কোটি ২০ লাখ। দেড় মাস পরে আবার ৫০০ কোটির নিচে নামল লেনদেন।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ১৪ পয়েন্ট। সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে। আগের দিন সূচক ছিল ৬ হাজার ৩৪৩ পয়েন্ট।
বৃহস্পতিবার শেষে হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ৫৯২ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য খাতের শেয়ারে। খাদ্য খাতে লেনদেন হয় ৮১ কোটি ৫৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বীমা খাতে। এই খাতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৩৬ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৮ কোটি ২৬ লাখ টাকা।
সিএসইতে এই দিন লেনদেন হয়েছে মোট ১৭০টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ৩১টির কমেছে ৬৭টির। আর অপরিবর্তিত ছিলো ৭২টির।