Home তথ্য প্রযুক্তি শরীরচর্চার ক্লাসে শিক্ষক রোবট

শরীরচর্চার ক্লাসে শিক্ষক রোবট

রোবটের কাজ দিন দিন বাড়ছে। তাই বলে শিক্ষকতার মতো মহান পেশায়ও! স্কুল বিশ্ববিদ্যালয়ে না হলেও নৃত্য বা শরীরচর্চার মতো ক্লাসে শিক্ষক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে রোবট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষকরা তৈরি করেছেন এমনই এক রোবট।

ক্যালিকো নামের এই রোবট দেখে শিক্ষার্থীরা অবশ্য মোটেও ভয় পাবে না। কারণ এর ওজন মাত্র ১৮ গ্রাম।

ক্যালিকো কাজ করে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। কিন্তু কী কাজ করবে, সেটা আপনাকেই ঠিক করতে হবে। ধরুন আপনি একটি নির্দিষ্ট ঘরানার নৃত্য প্র্যাকটিস করতে চান। সেটা ঠিকঠাক হচ্ছে কি না, সেটা আপনাকে জানিয়ে দেবে এই রোবট। এ জন্য প্রথমেই অ্যাপের মাধ্যমে নির্দেশনা দিয়ে রাখতে হবে রোবটকে।

ধরা যাক, আপনি আধ ঘণ্টা ভারতনাট্যম প্র্যাকটিস করবেন। তার কিছুক্ষণ আগে জানিয়ে দেবেন রোবটকে। রোবট তখন ভারতনাট্যম নিয়ে তথ্য সংগ্রহ করবে। তারপর আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন নাচের মুদ্রা ঠিকঠাক হচ্ছে কি না রোবট সেটা লক্ষ করবে, কোথাও ভুল হলে জানিয়ে দেবে আপনাকে।

অবশ্য ক্যালিকো আপনাকে মুখে শব্দ করে ভুল শুধরে দেবে না। এর জন্য আপনাকে পরতে হবে বিশেষ ধরনের পোশাক। সেই পোশাকের ওপর লাগানো থাকবে রোবট চলাচলের জন্য বিশেষ চ্যানেল। সেই চ্যানেল ধরে রোবট আপনার পুরো শরীরে চলাচল করতে পারবে। আপনি যখন প্র্যাকটিস শুরু করবেন, রোবট তখন শুরুতেই শরীরের একটা নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যাবে। অর্থাৎ সেই অঙ্গ থেকেই শুরু হবে আপনার প্র্যাকটিস। এরপরের মুদ্রা শরীরের যে অংশে, সেই মুদ্রা শুরু করার আগেই রোবট সেখানে হাজির হবে। এভাবে নাচের মুদ্রা রোবট কোনোভাবে ভুল করার সুযোগই দেবে না আপনাকে। শরীরচর্চার ক্ষেত্রেও রোবট একইভাবে কাজ করবে।

ক্যালিকো রোবটে খুব ছোট্ট একটা ব্যাটারি আছে। এক চার্জে ৩০ মিনিট পর্যন্ত চলে। তবে স্ট্যান্ডবাই অবস্থা ব্যাটারির আয়ু আট ঘণ্টা। গবেষকরা ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।